২৩/৩/২০১৫ইং তারিখে হয়ে গেলো সেক্স ফেরোমন ফাদ বিতরন ও কর্মশালা এই উপস্থি ছিলে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুর রহমান, উপজেলা: চেয়ারম্যান মো: ফরিদুল ইসলাম, উপজেলা: কৃষি অফিসার, সমাজ সেবা মো: মাইনুল ইসলাম, পিআইও মো: আলতাব হোসেন, আরো উপজেলা অফিসারগণ এবং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবিন্দুগণ ও এলাকার কৃষক ভাই তাদের প্রায় ১ঘন্টা মত বিবিণ্ন ফসলে উপর পোঁকা আক্রমন করে তা পতিরোধ করার ব্যবস্থা আরো বিভিন্ন দিকে আলোচনা করেন। আলোচনা শেষে ক্কৃষকের মাধে সেক্স ফেরোমন বিতরন করা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস