দিনাজপুর জেলার একটি নাম কর স্থান সেই হলো গাবুড়া টমেটো হাট, টমেটো মৌসমে এখানে প্রায় প্রতিদিন ৫০ থেকে ১০০ গাড়ী টমেটো বেচা কেনা আবার সেই টমেটো দেশে বিভিন্ন স্থানে যায়। দিনাজপুরে টমেটো খুব সুস্বাদু। টমেটো মৌসমে এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুব কষ্ট হয়। রাস্তা দুই পাশে টমেটো ভেন দিয়ে ভরাট হয়ে যায় আবার দেখতে কুব সুন্দর লাগে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস